কোনো কারেন্ট মিস্ত্রি যদি কারেন্টের মিটার নামিয়ে দিয়ে খরচ বাবদ ৩০০০ টাকা নেয় কিন্তু তার খরচ হয়েছে ১৫০০ টাকা। তাহলে সেই টাকা নেওয়া কি জুলুম হবে?
Please briefly explain why you feel this question should be reported.
Please briefly explain why you feel this answer should be reported.
Please briefly explain why you feel this user should be reported.
কারেন্টের মিটার “নামানো” বলতে সাধারণত মিটার পরীক্ষা বা পরিবর্তন করা বোঝায়। সে যেহেতু ১৫০০ টাকা খরচ করে ৩০০০ টাকা নিচ্ছে তাই এটা নেওয়া জুলুম হবে। কারণ সেখানে যদি তার পারিশ্রমিক ৫০০ টাকার হয় তাহলে সে খরচ ও পারিশ্রমিক মিলে ২০০০ টাকা নিতে পারে এটা তার জন্য হালাল ও অধিকার । তবে বর্তমান সময়ে পারিশ্রমিক সহ ১৫০০ টাকার বেশি নয়। সুতরাং প্রতারণা করে সে ৩০০০ টাকা নিলে সেটা জুলুমের মধ্যে পড়বে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
اتَّقُوا الظُّلْمَ، فَإِنّ الظُّلْمَ ظُلُمَاتٌ يَوْمَ الْقِيَامَةِ.
তোমরা জুলুম থেকে বেঁচে থাকো! কেননা জুলুম কিয়ামতের দিন অনেক অন্ধকার হয়ে দেখা দেবে। (সহীহুল বুখারী ২৪৪৭; সহীহ মুসলিম ২৫৭৯)
হাদীসে কুদসীতে আল্লাহ তাআলা বলেন,
يَا عِبَادِي إِنِّي حَرَّمْتُ الظُّلْمَ عَلَى نَفْسِي، وَجَعَلْتُهُ بَيْنَكُمْ مُحَرَّمًا، فَلَا تَظَالَمُوا.
হে আমার বান্দাগণ! আমি জুলুম করাকে নিজের প্রতি হারাম করেছি এবং তোমাদের জন্যও তা হারাম করে দিয়েছি। সুতরাং একে-অন্যের প্রতি জুলুম করো না। (সহীহ মুসলিম ২৫৭৭; জামে তিরমিযী ২৪৯২)