আমাদের সম্পর্কে:

মাকতাবাতুল ফিকহ (Maktabatul Fiqh) একটি অলাভজনক ইসলামী গবেষণামূলক প্রতিষ্ঠান। যার মূল উদ্দেশ্য হলো, বর্তমান সময়ে উম্মাহর চাহিদা ও প্রয়োজনীয়তা অনুযায়ী কুরআন সুন্নাহর বিশুদ্ধ ব্যাখ্যা সকলের মাঝে তুলে ধরা এবং নব্য সৃষ্ট হওয়া ঈমান বিধ্বংসী সকল ফিতনা সম্পর্কে উম্মাহকে সতর্ক করা।

আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআত এর পরিপূর্ণ অনুসারী একদল মুহাদ্দিস, মুফতি এবং উলামা মাশায়েখ। যারা নিজেদেরকে নিয়োজিত রেখেছি উম্মাহর ইলমি খেদমতে। উম্মাহর শ্রেষ্ঠ সন্তান সাহাবায়ে কেরাম (রাযিআল্লাহু আনহুম) যেভাবে পরিপূর্ণ ইসলামের বিশুদ্ধ চর্চা করতেন, উম্মাহকে সেই দিকে আকৃষ্ট করার জন্য আমরা অনলাইনের এই বৃহৎ প্ল্যাটফর্মকে বেছে নিয়েছি যেন অধিক সংখ্যক সাধারণ মুসলিম ভাই-বোনদের নিকট আমাদের গবেষণামূলক দাওয়াহ সহজে পৌছানো সম্ভব হয়।

আমাদের নিয়মিত কার্যক্রম সমূহ:
  • সাধারণ মুসলিম ভাই-বোনদের থেকে প্রশ্ন সংগ্রহ করা এবং কুরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস এর আলোকে উত্তর প্রদান করা।
  • নিয়মিত গবেষণামূলক কিতাব এবং প্রবন্ধ প্রকাশ করা।
  • উলামায়ে সু কর্তৃক সৃষ্ট সকল ধরণের বিভ্রান্তিকে উম্মাহর সামনে তুলে ধরা এবং সেগুলোর দালিলিক জবাব প্রদান করা।
  • ঈমান বিধ্বংসী বিভিন্ন মতবাদ এবং দলের বাস্তবতা উম্মাহর সামনে তুলে ধরা। যেমন: গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, কাদিয়ানি মতবাদ, হিজবুত তাওহীদ, ইসায়ী মুসলিম জামাআত, মডারেট ইসলাম ইত্যাদি।
  • নির্যাতিত মুসলিম উম্মাহ সম্পর্কে করণীয় তুলে ধরা।

একটি আন্তরিক আহ্বান:

আমাদের এই গবেষণামূলক কার্যক্রমকে শক্তিশালী করতে এবং সকলের মাঝে ছড়িয়ে দিতে আপনাদের অংশগ্রহণ অপরিহার্য। তাই সাধারণ মুসলিম ভাই-বোনদের প্রতি আহ্বান, আপনার দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় যেকোনো প্রশ্নের উত্তর জানতে আমাদেরকে জিজ্ঞাসা করুন। আমাদের গবেষণামূলক কিতাবাদী এবং প্রবন্ধগুলো নিয়মিত পড়ুন এবং অন্যদের মাঝে শেয়ার করুন। উলামায়ে কেরামদের প্রতি আহবান, উম্মাহর বৃহৎ স্বার্থে অনলাইনের মাধ্যমে আমাদের সাথে যুক্ত হয়ে নিজের ইলম এবং মেধাকে উম্মাহর জন্য নিয়োজিত করুন ইনশাআল্লাহ।

বি:দ্র: পৃথিবীর কোন মানুষ ভুলের উর্ধ্বে নয় তাই আমাদের এই খেদমতে যেকোনো ধরনের ভুল হওয়াটা স্বাভাবিক তবে ইচ্ছাকৃত নয়। তাই উলামায়ে কেরাম, তালিবুল ইলম এবং সাধারণ মুসলিমদের প্রতি অনুরোধ থাকবে, আপনাদের দৃষ্টিতে আমাদের কোন ভুল পরিলক্ষিত হলে অবশ্যই আমাদেরকে কুরআন সুন্নাহর আলোকে সংশোধনী জানাবেন, আমরা সংশোধনে বিশ্বাসী। আমাদের কার্যক্রম সম্পর্কে আপনাদের সকলের নিকট আমরা পরামর্শ কামনা করি।